পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে বড়দিনের উপহার পেলেন নিমচা দু’নম্বর বাসিন্দারা
বেঙ্গল মিরর, দীপ রঞ্জন ব্যানার্জী, রানীগঞ্জ: পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে বড়দিনের উপহার পেলেন নিমচা দু’নম্বর বাসিন্দারা। ওই এলাকায় দীর্ঘদিন সমস্যায় ভুগছি লো রাস্তার অভাবে। আজ বড়দিনে সেই এলাকার ঢালাই রাস্তা শিলান্যাস করলেন রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া, এই শুভ কাজে উপস্থিত ছিলেন, নিমচা অঞ্চল সভাপতি অর্জুন সিং, গ্রামীণ যুব সভাপতি সঞ্জীব মুখার্জি, যুবনেতা সৌরভ হাড়ি, চেলোদ গ্রামীণ সভাপতি চিত্র নায়ক এবং ওই এলাকার বাসিন্দারা।
নিমচা দু’নম্বর এলাকায় জরাজীর্ণ ক্লাব কে পুনঃনির্মাণের কাজ করার আশ্বাস দেন সভাপতি। এলাকায় এই কাজের জন্য খুব খুশি। তাদের বক্তব্য এলাকার উন্নয়নের জন্য পঞ্চায়েত সমিতির সভাপতি সব সময় হাত বাড়িয়ে দিয়েছে তাই ওনার পাশে আমরা সব সময় রয়েছি এবং মমতা ব্যানার্জীর উন্নয়ন কে সামনে রেখে আমরা পাশে থাকবো বলে জানান ওই এলাকার বাসিন্দারা।