ASANSOL

আসানসোল ইসকন মন্দিরে পুরনিগমের তৈরী মঞ্চের উদ্বোধনে মন্ত্রী

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৬ ডিসেম্বরঃ রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক রবিবার আসানসোলের গারুই এলাকায় ইসকন মন্দিরের একটি মঞ্চ উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, অনিমেষ দাস, শ্রাবণী মন্ডল সহ অন্যান্যরা।


অনুষ্ঠানে মলয় ঘটক বলেন, ইসকন মন্দির কতৃপক্ষ যখন যখনই আমায় ডেকেছেন, তখনই আমি এসেছি। আগে এসবি গরাই রোডে তাদের একটি মন্দির ছিলো। আসানসোল পুরনিগম এখানে এই মঞ্চ তৈরি করে দিয়েছে। এর আগে আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা মন্দির কমপ্লেক্সের চারপাশে সীমানা পাঁচিল তৈরি কর দিয়েছে। মলয় ঘটক আরো বলেন, জানতে পেরেছি এখানে ২ একর জমিতে তিন কোটি টাকা ব্যয়ে ইসকন মন্দির তৈরি করা হবে। যা আসানসোলের মানুষের জন্য গর্বের বিষয়।

তিনি এ কাজে সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, তারও যদি কোনো ধরনের সাহায্যের প্রয়োজন হয়, তবে তার জন্যও তিনি সর্বদা প্রস্তুত। তিনি আরো বলেন, এত দ্রুত এই কাজ শেষ করার জন্য যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। যারা এই জমি দিয়েছেন তাদের তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান। মন্ত্রী বলেন, এই জমি দান না করলে এখানে মন্দির বা মঞ্চ তৈরি করা যেত না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *