কোভিড রোগীদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিল সালানপুর থানার পুলিশ
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- রাজ্যে ক্রমবর্ধমান করোনার বৃদ্ধির পরিপ্রেক্ষিতে যেসকল করোনা পেসেন্ট রয়েছে তাদের কাছে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছনোর জন্যে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড 19 রোগীদের দোর গোড়ায় রেশন এবং খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।




বুধবার, রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর থানার সালানপুর থানার ইনচার্জ পবিত্র কুমার গাঙ্গুলীর নেতৃত্বে সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর, এথরা , সালানপুর পঞ্চায়েতের অধীনে প্রায় 25 জন করোনা রোগীকে এবং তাদের পরিবার কে বাড়ি বাড়ি গিয়ে শুকনো খাবার পৌঁছানো হয়। রাজ্য সরকারের প্রশংসা করতে গিয়ে সালানপুর থানার ইনচার্জ বলেন,সরকারের উদ্যোগ প্রশংসনীয়,এই কোভিড-এ কেউ যেন অস্বস্তি ও একা বোধ না করে, সরকার ও প্রশাসনের এই উদ্যোগে সকলেই অসুস্থ পরিবারদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।