সিপিএমের নির্বাচনী প্রচারের ফ্লেক্স ও পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ, বিক্ষোভ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: রানীগঞ্জের 34 নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরীর বাড়ির সামনে সিপিএমের 34 নম্বর ওয়ার্ডের প্রার্থী সঞ্জয় প্রামাণিক এর নির্বাচনী প্রচারের ফ্লেক্স ও পোস্টার রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ছিঁড়ে ফেলল বলেই অভিযোগ তুলল সিপিএমের নেতৃস্থানীয়রা। শনিবার তারা এই ফ্লেক্স ছেড়ার প্রতিবাদে ঘটনাস্থলে পৌঁছে এই ঘটনার তীব্রভাবে নিন্দা করেন তারা এ দাবি করেন এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা অপরাধীদের অবিলম্বে খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দেওয়ার। এই দাবিতে তারা বিক্ষোভও দেখাতে থাকে।




এদিন 34 নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী সঞ্জয় প্রামাণিক দাবি করেন রাতের অন্ধকারেই বিরোধী দলের সদস্যরা হার নিশ্চিত জেনে ভীতসন্ত্রস্ত হয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তিনি এদিন এও দাবি করেন যারা এই ঘটনায় যুক্ত তাদের অবিলম্বে পুলিশ প্রশাসন চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক,। এই ঘটনার খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা পৌঁছে পোস্টার ছেড়ার বিষয়টি খতিয়ে দেখেন। শনিবার এই ঘটনার প্রেক্ষিতে রানীগঞ্জ পাঞ্জাবীমোড় ফাঁড়িতে একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়। যদিও এ বিষয়ে বিরোধী শিবিরের কেউই কোনো মন্তব্য করেননি।