West Bengal

দুবরাজপুর পৌর এলাকায় কাল থেকে দুপুর ২টার পরে লকডাউন

বেঙ্গল মিরর, বীরভূম: পৌর প্রশাসকপীযূষ পান্ডে নির্দেশ জারি করেছেন দুবরাজপুরবাসীর প্রতি একটি বিশেষ ঘোষনা এতদ্বারা দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে জনসাধারনকে জানানো যাচ্ছে যে , দুবরাজপুর শহর ও সংলগ্ন এলাকায় ক্রমবর্ধমান করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারনে আগামীকাল ১০/০১/২০২২ থেকে ১৫/০১/২০২২ তারিখ পর্যন্ত দুবরাজপুর পৌরসভার অন্তর্গত সমস্ত দোকান , হাট বাজার সকাল ৬ টা থেকে বেলা ২ টা পর্যন্ত খোলা থাকবে । বেলা ২ টার পরে শুধুমাত্র জরুরী পরিষেবা ও ঔষধের দোকান খোলা থাকবে ।

সকল দুবরাজপুরবাসীর কাছে সহযোগীতা একান্তভাবে কামনা করি । বিশেষ প্রয়োজন ও জরুরী কাজ ছাড়া রাস্তায় অযথা ভিড় করবেন না । সকলে মুখে মাক্স ব্যবহার করুন , হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন , শারিরীক দুরত্ব বজায় রাখুন , করোনা স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং প্রশাসনিক নির্দেশ পালন করুন । প্রয়োজনে দুবরাজপুর পৌরসভার কন্ট্রোল রুমে যোগাযোগ করুন । আদেশানুসারে , dubrajpur Phone : ( 03462 ) 244362 Fax : 03462-245171

Leave a Reply