ASANSOL

আসানসোলে বিকেল থেকে বৃষ্টি, শেষ পৌষে জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস, বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন

রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১১ জানুয়ারিঃ আবহাওয়া অফিস আগেই বলেছিলো সোমবারের পরে দক্ষিণ বঙ্গের জেলা গুলোতে বৃষ্টি হবে। আর সেই বৃষ্টিতে শেষ পৌষে গিয়ে শীত আরো একবার জাঁকিয়ে পড়বে। সেই মতো মঙ্গলবার সকাল থেকে আসানসোলের মুখ ছিলো ভার। অনেক বেলা পর্যন্ত কুয়াশায় ঢাকা ছিলো আকাশ। সূর্যের মুখ দেখা যায়নি। আর তারপর বিকেল থেকে শুরু হয় বৃষ্টি। জোরে না হলেও, কোন সময় মাঝারি ও কোন সময় হালকা বৃষ্টি হয়। সন্ধ্যার পরে সামান্য সময়ের জন্য বৃষ্টি থামে।

এদিকে এই বৃষ্টির মধ্যে আসানসোলের রেলপার, হটন রোড সহ বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। সকাল থেকেই লোডশেডিং শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাড়ে পাঁচটা থেকে বিদ্যুৎ নেই এলাকায়। সন্ধ্যাবেলা বিদ্যুৎ না থাকায় সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। আসানসোল ডিভিশনের বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল ইঞ্জিনিয়ার (টেকনিক্যাল) চন্দ্রনাথ মন্ডল জানান বিদ্যুতের লাইনে একটু সমস্যা দেখা গেছে, কাজ চলছে, খুব তাড়াতাড়ি বিদ্যুৎ চলে আসবে এলাকায়। চন্দ্রনাথ বাবু বলেন পনেরো-কুড়ি মিনিট হলো বিদ্যুৎ লাইনের টেকনিক্যাল ত্রুটি হয়েছে। কিছুক্ষণের মধ্যেই মেরামতের কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে তিনি বলেন ।

Leave a Reply