আসানসোলে বিজেপিকে “শূন্য ” করে দিন : মলয় ঘটক
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়: আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৮৩ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন রাজ্যের আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটক পরে মন্ত্রী তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহঃ হাসরাতুল্লাহর সমর্থনে একটি সভাতেও বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা আবু কাউনাইন, প্রবোধ রায় ওরফে ক্যাপ্টেন , সৈয়দ ইকবাল, শামা নাজ, আতাউল্লাহ খান প্রমুখ।
এই সভায় মন্ত্রী মলয় ঘটক বলেন , আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ১০৬ টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসকে জিততে হবে। আসানসোলে বিজেপিকে ‘শূণ্য’ করুন। কলকাতা পুর ভোটে বিজেপি তৃতীয় স্থানে ছিল। এখানে আরও খারাপ হবে।তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একমাত্র তৃণমূল কংগ্রেস রাজ্যের সর্বাত্মক উন্নয়ন করতে পারে। দিদিই হলেন ২০২৪ সালে নরেন্দ্র মোদির বিকল্প। কলকাতার পুরসভা নির্বাচনে বিজেপি নির্দল প্রার্থীদের সমান সংখ্যক আসন পেয়েছে। যেখানে প্রাপ্ত ভোটের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে। আসানসোলেও বিজেপি যাতে নির্দল প্রার্থীদের চেয়ে কম আসন পায় এবং প্রাপ্ত ভোটের দিক থেকে চতুর্থ স্থানে থাকে তা নিশ্চিত করার জন্য চেষ্টা করতে হবে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃনমুল কংগ্রেসের সঙ্গে রয়েছেন।