আসানসোলে বিদায়ী বিজেপি কাউন্সিলর দুর্নীতিগ্রস্ত! দিলীপ ঘোষকে আটকে ক্ষোভ উগরে দিলেন তৃনমুল প্রার্থী
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১১ জানুয়ারিঃ করোনা আবহের মধ্যেই আগামী ২২ জানুয়ারি আসানসোল সহ রাজ্যের চার পুরনিগমের ভোট। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সকালে দলের প্রার্থী প্রচারে এসে আসানসোলে তৃণমূল কংগ্রেসের এক প্রার্থীর ক্ষোভের মুখে পড়তে হলো মেদিনীপুরের বিজেপি সাংসদ তথা সর্বভারতীয় বিজেপি সহ সভাপতি দিলীপ ঘোষকে।
দিলীপবাবুর গাড়ি আটকে রীতিমতো চড়া গলায় আসানসোল পুরনিগমের ৪১ নং ওয়ার্ডের বিদায়ী বিজেপি কাউন্সিল ভৃগু ঠাকুরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ঐ ওয়ার্ডেরই তৃণমূল কংগ্রেসের প্রার্থী রনবীর সিং ভারার ওরফে জিতু। ৪১ নং ওয়ার্ডের দিলদার নগরের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।
সোমবার দুপুরের পরে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ আসানসোলে এসেছেন পুর ভোটের প্রচারে। মঙ্গলবার সকাল থেকে আসানসোলে একাধিক কর্মসূচি ছিলো এই বিজেপি নেতার।
এদিন সকালে আসানসোলে ভোট প্রচারে বেরিয়ে দিলীপ ঘোষ সবার আগে আসানসোলের ৪১ নং ওয়ার্ডের দিলনগরে ” চায়ে পে চর্চায় ” যোগ দেন । সেখান থেকে যখন গাড়ি করে তিনি ফিরছেন তখন আচমকা স্কুটিতে এসে তার পথ আটকান ৪১ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রণবীর সিং ভারারা ওরফে জিতু। দিলীপ ঘোষের উদ্দেশ্য ওয়ার্ডের বিদায়ী বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা শুরু করেন তিনি। গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দিলীপ ঘোষ যত তাকে মজার ছলে কথা বলতে থাকেন, ততই তৃনমুল কংগ্রেসের প্রার্থী উত্তেজিত হয়ে পড়ে। দিলীপ ঘোষের সঙ্গে থাকা পুলিশ এগিয়ে আসে। পুলিশ মিনিট খানেকের মধ্যে তাকে সরিয়ে দিলে, দিলীপবাবুর গাড়ি চলে যায়।
তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিযোগ করে বলেন, বিদায়ী বিজেপি কাউন্সিলর তথা এবারের প্রার্থী ভৃগু ঠাকুর এলাকার উন্নয়নের জন্য কোনও কাজই করেননি। দুর্নীতির সঙ্গে যুক্ত তিনি। দিলীপ ঘোষ নাটক করছেন বলে কটাক্ষ করেন রণবীর ওরফে জিতু সিং। বিজেপি রামের নাম বিক্রি করে ক্ষমতা দখলের চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি। তার আরো দাবি, ৫ বছরে বিজেপি কাউন্সিলর নিজের ঘর গুছিয়েছেন।
৪১ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী ভৃগু ঠাকুর অবশ্য তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন , তৃণমূল কংগ্রেসের প্রার্থী বড় ব্যবসায়ী। এসি ঘরে থাকেন। আর আমি এখনও মাটির বাড়িতে থাকি। মাটির দাওয়ায় ঘুমাই। তার দাবি, প্রচারে থাকার জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী এসব করছেন। আমি ৫ বছরে যা কাজ করেছি। গত ১৫ বছরেও তা হয়নি।
পরে এই ব্যাপারে দিলীপ ঘোষকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আসানসোলে একজন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমার কাছে এসেছিলেন। কিছু কথা বলেছিলেন। কিন্তু তার সঙ্গে কোন তৃণমূল কর্মীরা ও স্থানীয় বাসিন্দারা ছিলেন না। তাতেই বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের আসানসোলে কি অবস্থা। তার মিথ্যাচারের কেউ সঙ্গ দেয়নি বলেই উনি একা একাই এসেছিলেন। তৃনমুল কংগ্রেস হারবে, তাই এইসব করছে।