ASANSOL

আসানসোল রেলস্টেশনে খাঁচা বন্দি টিয়া পাখি উদ্ধার, ছেড়ে দেওয়া হল চিত্তরঞ্জনের মুক্ত বাতাসে

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : মঙ্গলবার সকালে আসানসোল রেলস্টেশনের রেল পুলিশের ( আরপিএফ) প্রচেষ্টায় প্রায় ৬০ টি খাঁচা বন্দি টিয়া পাখি উদ্ধার করা হয় এবং রেল পুলিশের রিজাভ ব্যাটেলিয়ানের উচ্চ আধিকারিকরা আসানসোল টেরিটোরিয়াল রেঞ্জের অধীনে থাকা গৌরান্ডি বিট অফিসের বনকর্মীদের হাতে সেই পাখি গুলিকে তুলে দেন।

source facebook

গৌরান্ডি বিট অফিসের পক্ষ থেকে জানা গেছে ওনারা আসানসোল টেরিটোরিয়াল রেঞ্জের এবং গৌরান্ডি বিট অফিসের রেঞ্জার এবং বনকর্মীদের সহযোগিতায় চিত্তরঞ্জনের রেল শহরের বুকে সবুজে ভরা গাছে এবং পরিষ্কার জলাধারের এবং পরিষ্কার নীল আকাশের নিচে একটি সুরক্ষিত স্থানে সেই টিয়াপাখিগুলিকে খাঁচা থেকে বের করে মুক্ত বাতাসে ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply