AMC POLLASANSOLASANSOL-BURNPUR

বার্ণপুরে দলের প্রার্থীর হয়ে প্রচারে অগ্নিমিত্রা পাল

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১২ জানুয়ারিঃ আসানসোল পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডে বিজেপি প্রার্থীদের হয়ে নির্বাচন প্রচার করলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক তথা রাজ্য নেত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার তিনি ৭৫ নং ওয়ার্ডের বার্ণপুরের নিউটাউনে হুড খোলা গাড়িতে চড়ে এই নির্বাচনী প্রচার করেন তিনি। প্রসঙ্গত আগামী ২২ জানুয়ারি আসানসোল পুরনিগম নির্বাচন হওয়ার। তাই সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা জোরকদমে প্রচার চালাচ্ছেন। 

 প্রচারে অগ্নিমিত্রা পাল

এদিন আসানসোল পুরনিগমের ৭৫ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুষমা মাজি ভান্ডারির সমর্থনে নির্বাচনী প্রচার প্রচার করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।এদিন কখনও হুড খোলা গাড়িতে ও কখনও হেঁটে প্রচার সারেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তবে শুধু ৭৫ নং ওয়ার্ড নয়, এদিন সকাল থেকে নিজের বিধানসভা এলাকার কয়েকটি ওয়ার্ডেও তিনি প্রচার করেন। বিজেপি বিধায়ক আশাবাদী যে, আসানসোলের পুর ভোটে বিজেপি ভালো ফল করবে। তিনি বলেন, ওয়ার্ডে ওয়ার্ডে অনেক সমস্যা রয়েছে। পানীয়জল থেকে সাফাই, শৌচালয়ের সমস্যা রয়েছে।

Leave a Reply