AMC POLLRANIGANJ-JAMURIA

রানীগঞ্জে প্রচারের সময় মাইক বাজানোকে কেন্দ্র করে উত্তেজনা

বেঙ্গল মিরর, রাণীগঞ্জ, চরণ মুখার্জি :  রানীগঞ্জের 89 নম্বর ওয়ার্ডের রাজারবাধ, মির্জা গালিব স্টিট এলাকায় সিপিএম প্রার্থী কানিজ ফাতেমার হয়ে প্রচারের সময় মাইক বাজানো কে কেন্দ্র করে উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হল এলাকায়। এদিন সিপিএম প্রার্থী অভিযোগ করেন তৃণমূলের প্রার্থী মোজাম্মেল হোসেন ওরফে শাহজাদা তাকে ও তার দলীয় কর্মীদের কে হুমকি দিয়েছেন। পাশাপাশি তার এও দাবি তার হয়ে প্রচার করতে আসা বেশকিছু জন কর্মী-সমর্থক কে মারধর করে এলাকাছাড়া করিয়েছেন তৃণমূলের বেশ কিছু কর্মী, বলে অভিযোগ করেন তিনি।

রবিবার সন্ধ্যায় ঘটা এই ঘটনার প্রেক্ষিতে এলাকার বেশ কিছু জন মহিলার দাবি করেন যে সিপিএমের যে সকল নেতাকর্মী এসেছিল তারা অপ শব্দ ব্যবহার করে এলাকায় প্রচার করছিল যার কারণেই মানুষ উত্তেজিত হয়ে তাদের সঙ্গে বচসা জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজনাময় পরিস্থিতি সামাল দিয়ে স্বাভাবিক করে পরিস্থিতি।

এদিন তৃণমূল প্রার্থী মোজাম্মেল হোসেন ওরফে শাহজাদার বিরুদ্ধে ওঠা সিপিএম প্রার্থীর করা অভিযোগ প্রসঙ্গে তৃণমূল প্রার্থী জানান তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তা সর্বৈব মিথ্যা, তিনি এদিন ওই সময়ে এক ফুটবল খেলার ময়দানে ছিলেন ঘটনা ও ঘটনাস্থল প্রসঙ্গে তার কিছুই জানা ছিল না পরে উত্তেজনার খবর পেয়ে শেষমেশ তিনি ঘটনাস্থলে পৌঁছে সিপিএমের বেশকিছু জন কর্মী সমর্থকদের উত্তেজনাময় এলাকা থেকে দূরে সরিয়ে দিতে তিনি সাহায্য করেছেন বলেই দাবি করেন তার বক্তব্যে।

আসানসোলে তৃণমূলের প্রচারে কাঁচা বাদাম গানের গায়ক, করোনা বিধি ভঙ্গের অভিযোগ বিজেপির

রানীগঞ্জে ভোটের আগে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

Leave a Reply