ASANSOL

আসানসোলের ৪৪ নং ওয়ার্ডে রাস্তা মেরামত নিয়ে বিজেপির আচরণ বিধি ভঙ্গের অভিযোগ, পাল্টা জবাব প্রাক্তন পুর প্রশাসক শাসক দলের প্রার্থীর

রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২১ জানুয়ারিঃ ( Asansol News Live Today ) আসানসোল পুরনিগম নির্বাচন শনিবার ২২ জানুয়ারি হওয়ার কথা ছিলো। কিন্তু করোনার বাড়বাড়ন্তে হাইকোর্টের নির্দেশে রাজ্য নির্বাচন কমিশন তা পিছিয়েছে। পুর ভোটের পরবর্তী দিন হয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি। তাই এখন আসানসোল পুরনিগম এলাকায় জোর কদমে ভোটের প্রচার চলছে। তারই মধ্যে শাসক দল তৃনমুল কংগ্রেসের বিরুদ্ধে বিরোধী দল আচরণ বিধি ভঙ্গ করা সহ নানা অভিযোগ আনছে। যেমন শুক্রবার হলো শুক্রবার। এদিন আসানসোল পুরনিগমের ৪৪ নং ওয়ার্ডে আসানসোল বাজারের এসএস রোডের একটি রাস্তা সংস্কার করা নিয়ে শাসক দল তৃনমুল কংগ্রেসের বিরুদ্ধে ভোটের আচরণ বিধি ভঙ্গের অভিযোগ আনলেন ওয়ার্ডের বিজেপি প্রার্থী শিউপ্রসাদ বর্মন। তিনি আসানসোল পুরনিগম কতৃপক্ষের দিকেও আঙুল তুলেছেন। পাশাপাশি বিজেপি প্রার্থী ওয়ার্ডের শাসক দলের প্রার্থীকে আগামী পুর বোর্ডের মেয়র করা নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। যা নিয়ে পুরনিগমের ভোটের প্রচার সরগরম হয়ে উঠেছে। এই ৪৪ নং ওয়ার্ডের তৃনমুল কংগ্রেসের প্রার্থী হয়েছেন আসানসোল পুরনিগমের প্রাক্তন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। তিনিও বিজেপি প্রার্থীর অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন।

আচরণ বিধি ভঙ্গের অভিযোগ


জানা গেছে, এদিন আসানসোলের এনএস রোডের কিছু অংশের ভেঙে যাওয়া রাস্তা মেরামত করা হচ্ছিলো। সেই খবর পেয়ে ৪৪ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী শিউপ্রসাদ বর্মন সেখানে যান। তিনি বিক্ষোভ দেখানো শুরু করলে পুরনিগমের তরফে রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়। এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী বলেন, এটা নির্বাচন আচরণ বিধি ভঙ্গ করেছে। যা জেনে শুনে করা হয়েছে। শাসক দল ও তাদের প্রার্থীর কথায় পুরনিগম কতৃপক্ষ এই কাজ করেছে। তিনি বলেন, এতই যদি ওয়ার্ডের উন্নয়নের দিকে নজর, তাহলে এই রাস্তা তো ৬ মাস আগে বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়েছিলো। আগে না করে, এখন তা করা হচ্ছে কেন? শুধু এই রাস্তা নয়, ওয়ার্ডের অন্য জায়গায় লাইট লাগানো হয়েছে। তিনি বলেন, শাসক দলের প্রার্থীর এই ওয়ার্ডে প্রচার করতে আসা করতে আসা বহিরাগতরা তাকে মেয়র করা হবে বলে প্রচার করছেন। এটাও নির্বাচন বিধি ভঙ্গের সামিল। তাকে যদি মেয়র করা হবে, সেটা শাসক দল বলুক। আমি ওয়াকওভার দিয়ে দেবো। আসল কথা হলো এই কথা বলে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে।


অমরনাথ চট্টোপাধ্যায় পাল্টা বলেন, যে কাজ করা হচ্ছিলো, সেটা আগের পুরনো ওয়ার্ক অর্ডারের। এই রাস্তা ভেঙে গেছিলো। তাই ঠিকাদার তা মেরামত করছিলো। আসল কথা, বিজেপি প্রার্থী চাননা যে, এই ওয়ার্ডে উন্নয়ন হোক। আর আমি এখন পুরনিগমের কেউ নই। একটা দলের প্রার্থী। আর মেয়র প্রসঙ্গে তিনি বলেন, সেটা তো দল ঠিক করবে। আর এই ওয়ার্ডে আমি জিতবো কিনা, সেটা তো ওয়ার্ডের মানুষেরা ঠিক করবেন। পাশাপাশি পুর প্রশাসক থেকে আমি এক বছরে কি কাজ করেছি, তা সবাই জানেন।
বিজেপির অভিযোগ নিয়ে, আসানসোল পুরনিগমের তরফে কোন মন্তব্য করা হয় নি। আর জেলা নির্বাচন দপ্তরের তরফে বলা হয়েছে, কোন অভিযোগ দায়ের করা হয় নি।

কুলটি শুট আউটের কিনারা ৩৬ ঘণ্টার মধ্যে, দাবি পুলিশের, স্ত্রী সহ গ্রেফতার ৪

PNB में डकैती

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *