ASANSOL

রানীগঞ্জে ট্রাক ড্রাইভার পেলো এক কোটি টাকার লটারি

বেঙ্গল মিরর, চরন মুখার্জি ঃ এবার খনি অঞ্চলের এক ট্রাক ড্রাইভার এর ভাগ্য বদল করলো অন্যান্য দিনের মতোই রবিবার সকালে সে মঙ্গলপুর ফ্যাক্টরিতে যাওয়ার সময় রানিসায়ের মোড়ের কাছে এক লটারি দোকানে দশটি লটারি টিকিট , এরপরই আজ দুপুর নাগাদ সে জানতে পারে যে তার কেনা টিকিট 1 কোটি টাকা পড়েছে আর এই বিষয়ে জানার পরে ভয়ে আতঙ্কে সিউরে উঠে সে। তার এক কোটি টাকা জেতার বিষয় কি ট্রাক ড্রাইভার মুমতাজ খান তার মালিক কলকাতার বাসিন্দা আলাউদ্দিন খান কে জানালে তিনি তড়িঘড়ি বিষয়টি পুলিশ প্রশাসনকে জানিয়ে ওই ব্যক্তি যাতে সুরক্ষিত ভাবে নিজের বাড়ি পৌঁছতে পারেন তার জন্য পুলিশের সহায়তা চান।

ট্রাক ড্রাইভার পেলো লটারি

এ বিষয়ের খবর পাওয়ার পরই রানীগঞ্জের পাঞ্জাবীমোড় ফাঁড়ির পুলিশ ওই ব্যক্তিকে সহায়তার জন্য পাঞ্জাবীমোড় ফাঁড়িতে নিয়ে আসে। পরে তাকে পুলিশি নজরদারি মধ্যেই তার কলকাতার বাড়িতে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ। মমতাজ খান জানিয়েছেন দুই মেয়ে রয়েছে যাদের আগামীর সঞ্চয়ের জন্য টাকা সঞ্চিত রেখে বাকি টাকা নিজের বাড়ি ঘর তৈরীর জন্য কাজে লাগাবেন তিনি। যদিও খুবই আশ্চর্যের বিষয় যার কপালে জুটেছে এই এক কোটি টাকা সেই মমতাজ খান এখনো পর্যন্ত নিজের ব্যাংক একাউন্টও খোলেনি । তবে সেসব পরে কথা এখন হঠাৎ করে এই বিশেষ প্রাপ্তিতে উচ্ছ্বসিত সকলেই।

Leave a Reply