West Bengal

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কান্দিতে

https://yo

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী: মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার অন্তর্গত 9 নম্বর ওয়ার্ডের জেমো বাজার সংলগ্ন জেমো ডোমপাড়া এলাকায় পরপর দুটি গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। মঙ্গলবার সন্ধ্যায় কান্দি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের জেমো ডোম পাড়া এলাকার বাসিন্দা সুভাষ চন্দ্র এর বাড়িতে পরপর দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় আর সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনার জেরে প্রায়ই ভষ্মিভূত হয়ে যায় সুভাষ চন্দ্রের বাড়িসহ সুভাষ চন্দ্রের পড়শী দেবু চন্দ্র ও বাবলু চন্দ্রের বাড়ি।

ঘটনাস্থলে কান্দির দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় কান্দি মহকুমা আরক্ষা আধিকারিক সাগর রানা, কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সুভাষচন্দ্র ঘোষ,কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার পৌর প্রশাসক দেবাশীষ চ্যাটার্জী সহ কান্দি দমকলের বিশাল বাহিনী এবং কান্দি পুলিশ প্রশাসনের বিশাল বাহিনী, ঘটনার বিভাগীয় তদন্ত শুরু করেছে কান্দির দমকল বাহিনী ও পুলিশ প্রশাসন। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি গোটা এলাকা জুড়ে।

Leave a Reply