ASANSOL

গীতাঞ্জলি রেস্তোরাঁকে নতুন রূপে চালু করা হল

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল শহরের নিউ সিনেমা মোড়ে অবস্থিত গীতাঞ্জলি রেস্তোরাঁর আধুনিকীকরণের পর বুধবার নতুন রূপে চালু করা হল। আসানসোল রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী সোমাত্মানন্দজি মহারাজ ফিতে কেটে এবং প্রদীপ জ্বালিয়ে এর উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতাঞ্জলি রেস্তোরাঁর মালিক মিঠু ঘাঁটি, শুভজিৎ ঘাঁটি ছাড়াও রিন্টু ঘাঁটি, আসানসোল কর্পোরেশনের একজিকিউটিভ ইঞ্জিনিয়ার উজ্জ্বল ব্যানার্জি, ফসবেকির সাধারণ সম্পাদক শচীন রায়, হোটেল অ্যাসোসিয়েশনের অনিল জালান, পুষ্কর রায়, ওমনারায়ণ প্রসাদ, শঙ্কর চৌধুরী প্রমুখ।

ওই উপলক্ষে গীতাঞ্জলি রেস্তোরাঁর মালিক মিঠু ঘাঁটি ও শুভজিৎ ঘাঁটি জানান, গ্রাহকদের সুবিধার্থে গীতাঞ্জলিকে নতুন রূপ দেওয়া হয়েছে। মানুষ এখন আরো এখানে উন্নত পরিষেবা পাবেন।বস্তুত উল্লেখ্য, শিল্প শহর
আসানসোলেন আদি ঘাঁটী ক্লথ ষ্টোর প্রতিষ্ঠা করেন, বিখ্যাত ঘাঁটী পরিবার ১৯৬২ সালের ২৬ শে জানুয়ারি। সেই প্রতিষ্ঠানটি ছিল আসানসোল কর্পোরেশন অফিসের সামনে। যদিও ২০০১ সালে ঘাঁটীরা আসে হোটেল ব্যবসায়।

Leave a Reply