ASANSOL

বিজেপির লোকজনেরাই শুভেন্দুকে মানতে চায় না : দাসু

বেঙ্গল মিরর, আসানসোল: তৃনমুলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সোশাল মিডিয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন। ভি শিবদাসন লিখেছেন আজকে শুভেন্দুর কিছু বক্তব্য শুনলাম যেখানে সে নন্দীগ্রামে নিজের জিতবার কথা বারবার উল্লেখ করছ,বারবার চ্যালেঞ্জ করার মতো কথাবাত্রা বলছিলে আর আমাদের একজন নেতা মদন মিত্র কে তুমি অনেক উল্টোপাল্টা কথাও বলেছ.


শুভেন্দু তুমি যদি এক বাপের ব্যাটা হও তাহলে নন্দীগ্রাম সিট থেকে ইস্তফা দিয়ে আরেকবার দাঁড়িয়ে জিতে দেখাও তাহলে তোমাকে আমরা মর্দ কা বাচ্চা মেনে নেব.আজকে তুমি বড় বড় কথা বলছো, তুমি যে যে বিধানসভায় গেছো সেই সেই বিধানসভায় বিজেপি লজ্জাজনকভাবে হেরেছে.নন্দীগ্রামে ও আজকে তোমার ঘোরাফেরার করার মতো কোন জায়গা নেই.এত লম্বা লম্বা কথা বলতে পারার কারণ হচ্ছে তোমাকে আজকে পলিটিক্যালি কানের গোড়ায় কেউ মারছে না তাই.তুমি তো বাচ্চা তুমি তোমার বাবার টাকা এবং মমতাদির আশীর্বাদে রাজনীতি করেছে.খুব আত্ম অহংকার হয়েছে না তুমি বিরোধী দলনেতা হয়ে যে যে বিধানসভায় প্রচারে গেছো গো-হারা হেরে ছো ,

বিজেপির লোকজনেরাই তোমাকে মানতে চায় না.মাত্র 900 ভোটে নন্দীগ্রামে জিতে এত লম্বা লম্বা কথা বলছো ,হিম্মত থাকলে ইস্তফা দিয়ে জিতে দেখাও চ্যালেঞ্জ করছি 119000 ভোটে তোমাকে গোহারা হারাবো.খালি কথায় কথায় দিল্লি দেখাচ্ছ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দেখাচ্ছ এইভাবে রাজনীতি করা যায় না.শুধুমাত্র আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ চেয়ে আমরা চুপ করে সব সহ্য করছি কিন্তু সহ্যের একটা সীমা থাকে.আর মদন মিত্র না তুই শুভেন্দু একটা আস্ত পাগল লজ্জা লাগেনা।

Leave a Reply