ASANSOL

লায়ন্স ক্লাব আসানসোল উদয়ন  এবং আসানসোল সমনয় যৌথভাবে বাচ্চাদের খাওয়ালো

বেঙ্গল মিরর, আসাসনসোলঃ আজ লায়ন্স ক্লাব (lions Club) অফ আসানসোল উদয়ন  এবং আসানসোল সমনয়  যৌথভাবে  বাই পাস হোটেল  রাজপথ  প্রাঙ্গণে বিশ্বব্যাপী লায়ন্স  ক্লাবের প্রতিষ্ঠাতা মেলভিন জোন্সের  জন্ম মাস স্মরণে  বাচ্চাদের খাওয়ানোর  একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। এই অনুষ্ঠানে প্রায় 200 শিশুকে খাওয়ানো হয়। বারাবনি ব্লকের যুগ্ম বিডিও, শিবানী মুর্মু,  লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা  জিএমটি সমন্বয়কারী  অম্বিকা মুখোপাধ্যায় সহ অন্য়ান্য় সদস্য়রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

Leave a Reply