BARABANI-SALANPUR-CHITTARANJAN

বনকর্মীরা হনুমানকে খাঁচা বন্দি করে উদ্ধার করল

বেঙ্গল মিরর, কাজল মিত্র, সালানপুর: :- সালানপুর থানার কুসুমকানালি মোড় সংলগ্ন এলাকায় একটি “হনুমান”কে কয়েকদিন ধরে দেখা যায় তবে হনুমানটি যাকে তাকে ধরে কামড় দিচ্ছিল যারফলে এলাকার মানুষ আতঙ্কিত ছিলো,সেই হনুমানের কামড়ে
আহত হয় কাকুরকুন্দা গ্রামের এক বাসিন্দা তাছাড়া পথ চলতি এক সাইকেল আরোহিকেও কামড় দেয় হনুমানটি ।

যার ফলে স্থানীয়রা খবর দেয় বনদফতরের কর্মকর্তা দের ।খবর পেয়ে বনদফতর থেকে ছুটে আসে গৌরান্ডি বিট অফিসার সুমন্ত দাস সহ বনকর্মীরা।সকলের প্রচেষ্টায় সেই হনুমান খাঁচা বন্দি করে উদ্ধার করতে সক্ষম হন। সেখানকার গ্রামের মানুষদের চিন্তামুক্ত করে আসেন হনুমান টিকে খাঁচা বন্দি করে উদ্ধার করার পর।


এরপর বনকর্মীরা সেই হনুমান উদ্ধার করে রূপনারায়নপুর বনবিভাগে অফিসে নিয়ে যাওয়া হয় ।পরে বনদফতরের আধিকারিক জানান বানরটিকে ভাল ও সুরক্ষিত স্থানে ছেড়ে আসা হবে।

Leave a Reply