ASANSOL

আসানসোল জেলা হাসপাতালে মক ড্রিল, হাতে কলমে শেখালো দমকল বিভাগ

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়/ দীপ সেন, আসানসোল, ১ ফেব্রুয়ারিঃ অগ্নি নির্বাপক যন্ত্র সহ অন্যান্য পরিকাঠামো প্রস্তুত রয়েছে। কিন্তু আচমকা আগুন লাগলে, একবারে প্রাথমিক স্তরে কি করে তা নেভাতে হবে, তা হাতে কলমে শেখানো হলো আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসক, নার্স সহ সমস্ত স্তরের কর্মীদের। মঙ্গলবার সকালে আসানসোল দমকল বিভাগের আধিকারিক ও কর্মীরা আসানসোল জেলা হাসপাতালে এসে মক ড্রিলের মাধ্যমে আগুন কি করে নেভাতে হবে তা শিখিয়ে দেন। ছিলেন জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস, ডেপুটি সুপার কঙ্কন রায় সহ অন্যান্য সহকারী সুপাররা, নার্স, চতুর্থ শ্রেণির কর্মী, নিরাপত্তা রক্ষী ও পিডব্লুডির কর্মীরা।


প্রথমে দমকল বিভাগের আধিকারিকরা ক্লাসের মাধ্যমে থিয়োরিটিক্যাল আগুন নেভানোর জন্য কি করতে হবে, তা সবাইকে বুঝিয়ে দেন।
এরপর বাইরে ফাঁকা জায়গায় আগুন লাগলে কি করনীয় ও সেই আগুন কিভাবে নেভাতে হবে তা শেখানো হয়।
এই প্রসঙ্গে সুপার বলেন, আমরা চিকিৎসক, নার্স থেকে সব কর্মীদের আগুন লাগলে, একবারে প্রাথমিক স্তরে কি করতে হবে, তা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করি থাকি। এদিন মক ড্রিলের মাধ্যমে সেটাই করা হলো। দমকল বিভাগের আধিকারিক ও কর্মীরা এসে হাতে কলমে শেখানোর ব্যবস্থা করেন। সুপার আরো বলেন, জেলা হাসপাতালে আগুন নেভানোর সব পরিকাঠামো আছে। সেই সব কিছু দিয়েই এদিন মক ড্রিল করা হয়েছে।

আহত বিজেপি কর্মীকে দেখতে এলেন তৃণমূল বিধায়ক

Leave a Reply