RANIGANJ-JAMURIA

মাড়োয়ারি রিলিফ সোসাইটি হাসপাতাল কর্মীদের বিক্ষোভ

বেঙ্গল মিরর, রাণীগঞ্জ, চরণ মুখার্জি /দীপ রঞ্জন ব্যানার্জী: বেতন বৃদ্ধির দাবিতে মাড়োয়ারি রিলিফ সোসাইটি হাসপাতাল কর্মীদের বিক্ষোভ।
মঙ্গলবার রানীগঞ্জের মারওয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালের কর্মীরা বেতন চুক্তির দাবিতে গেটের সামনে বিক্ষোভ দেখায়। তাদের দাবি প্রায় সাড়ে চার বছর হয়ে গেল এখনো পর্যন্ত আমাদের বেতন বৃদ্ধি ম্যানেজমেন্ট করেনি। তাই আমরা বাধ্য হয়ে এই বিক্ষোভ ধর্নায় বসতে হয়েছে। বারবার ম্যানেজমেন্টকে চিঠি করা সত্য কোনো কর্ণপাত করেনি এই হাসপাতালে কর্তৃপক্ষ।

যেভাবে মূল্যবৃদ্ধি দিনের দিন বাড়ছে সেই হিসাবে আমাদের বেতন কাউরি ৩০০০-৪০০০ খুব বেশি হলে ৫০০০ এই বেতন নিয়ে সংসার চালানো দায়ভার হয়েছে। প্রত্যেক তিন বছর অন্তর নিয়ম অনুসারে বেতন বৃদ্ধি করার চুক্তি রয়েছে কিন্তু এই হাসপাতালে ম্যানেজমেন্ট কোনো আলোচনায় আমাদের সঙ্গে বসতে চাইছে না। বারবার টালবাহানা করা হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত বেতন চুক্তির ব্যাপারে আলোচনাই ম্যানেজমেন্ট বসবে না ।ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে।

Leave a Reply