ASANSOL

মহিশীলা “অ আ ক খ ক্লাব” এর পক্ষ থেকে পড়ুয়াকে পড়াশুনার সামগ্রী তুলে দেওয়া হল

বেঙ্গল মিরর, আসানসোল: সরস্বতী পূজা উপলক্ষে আজ মহিশীলা “অ আ ক খ ক্লাব” এর পক্ষ থেকে অন্তত সত্তর জন পড়ুয়াকে পড়াশুনার সামগ্রী তুলে দেওয়া হল । মহিশীলা বয়েজ হাই স্কুলের মাঠে সেন্ট্রাল পাবলিক স্কুল, ওল্ড স্টেশন, মহিশীলা বয়েজ এই তিনটি স্কুলের মূলত দুঃস্থ ছাত্রছাত্রীদের হাতে খাতা, পেন্সিল, রাবার, স্কেল, পেন্সিল বক্স ও চকলেট বিতরণ করা হয় ।

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গার্লস কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক প্রশান্ত কুমার দে সরকার এবং ইস্টার্ন রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক ও সমাজসেবী বিশ্বনাথ মিত্র । অ আ ক খ ক্লাবের সেক্রেটারি প্রসেনজিৎ দাশ এ প্রসঙ্গে জানালেন, সীমিত সামর্থ্য সত্ত্বেও গত ১৪ বছর ধরে আমরা প্রতিবছর এইদিনই ছাত্রছাত্রীদের এইভাবে পড়ার সামগ্রী দিয়ে আসছি ।


আজকের এই বিতরণ অনুষ্ঠানে প্রসেনজিৎ বাবুরা ছাড়াও অনির্বান বণিক, সুজিত ভদ্র, অভিষেক ঠাকুর, জয়দীপ, অরিন্দম দাশ, ধরমবীর সিংরা উপস্থিত ছিলেন ।
সরস্বতী পূজার আনন্দের সঙ্গে খাতা পেন্সিল সব হাতে পেয়ে একমুখ হাসি নিয়ে ঘরে ফেরে হিন্দি এবং বাংলা, দুই ভাষাভাষী পড়ুয়ারা ।

Leave a Reply