আসানসোলে শতাব্দী রায়ের রোডশো
বেঙ্গল মিরর, আসানসোল, কাজল মিত্র/সৌরদীপ্ত সেনগুপ্ত :-12 ফেব্রুয়ারি আসানসোলে পৌরসভার ভোট।আর তার আগেই শনিবার আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনের প্রচারে শনিবার আসানসোলে পৌঁছালেন বীরভূমের সাংসদ তথা বাংলা ছবির বিখ্যাত অভিনেত্রী শতাব্দী রায় ।।রবিবার আসানসোল শহরের পৌরনিগমের নির্বাচনী প্রচারে 52, 51 ,50,49, 48 নম্বর ওয়ার্ডে তৃণমূলের হয়ে নির্বাচনী প্রচারের রোডশোটি চিত্রা মোড় থেকে শুরু হয়ে কোর্ট মোড়, চেলি ডাঙ্গল, এসবি গড়াই রোড হয়ে মহিশিলা বটতলা বাজারে গিয়ে শেষ হয়।মন্ত্রী মলয় ঘটক ও সংসদ শতাব্দী রায় তৃণমূল কংগ্রেস প্রার্থী কে সঙ্গে নিয়ে হুডখোলা গাড়ি তে চেপে খেলাহবে গান বাজিয়ে প্রচার সারলেন।একই সাথে বিভিন্নওয়ার্ড ঘুরলেন।
এই উপলক্ষে রাজ্যের আইন ও গণপূর্ত দফতরের মন্ত্রী মলয় ঘটক,অভিজিৎ ঘটক, গুরুদাস চ্যাটার্জি, রাজেশ তিওয়ারি, ড.অমিতাভ বসু, সম্পা দা, উদয় দা, মৌসুমী বসু, ভানু বোস, বিশ্বরূপ দত্তরায় (রাজা) সহ সমস্ত ওয়ার্ডের প্রার্থীরা উপস্থিত ছিলেন।এইসমাবেশে শতাব্দী রায়কে দেখতে রাস্তার দুপাশে সাধারণ মানুষের প্রচুর ভিড় দেখা যায়।শতাব্দীরায়12 ফেব্রুয়ারি আসন্ন পৌরসভা নির্বাচনে টিএমসির পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণের কাছে আবেদন করেন। একইসাথে ভারতের কিংবদন্তী সংগীত শিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোক প্রকাশ করেন।