BARABANI-SALANPUR-CHITTARANJAN

পশ্চিমবঙ্গ বাউরি জাতি উন্নয়ন সমিতির পক্ষ থেকে গরীব বাচ্চাদের হাতে পড়াশোনার বই খাতা তুলে দেওয়া হলো

বেঙ্গল মিরর, বারাবনি, মনোজ শর্মা : বারাবনি ব্লক ইটা পাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আম নালা গ্রামে আজ পশ্চিমবঙ্গ বাউরি জাতি উন্নয়ন সমিতির পক্ষ থেকে গরীব বাচ্চাদের হাতে পড়াশোনার বই খাতা ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত তুলে দেওয়া হলো 50 জনের হাতে উপস্থিত ছিলেন বারাবনি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুকুমার সাধু এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য সুদীপ্ত গান্ধী পশ্চিমবঙ্গ বাউরি জাতি উন্নয়ন সমিতির জেলা সভাপতি রাজু বারাবনি ব্লক সভাপতি অজিত দাশ সম্পাদক আস্তিক দাস গণেশ বাউরী শ্রীকান্ত বাউরী কল্যাণ বাউরী নিতাই বাউরি বাউরি.


Leave a Reply