ASANSOL

রেশন ডিলারের বিরুদ্ধে পচা গম দেওয়ার অভিযোগ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল উত্তর থানা এলাকার রেলপাড় ধাদকা মঙ্গু সাউ মোড়ের কাছে রেশন ডিলারের বিরুদ্ধে পচা গম দেওয়ার অভিযোগ উঠেছে। নাগরিকদের অভিযোগের পর রবিবার এই বিষয়ে আপত্তি জানান প্রাক্তন কাউন্সিলর দীপক সাউ।

প্রাক্তন কাউন্সিলর দীপক সাউ জানান, সকালে অনেকেই অভিযোগ করেন যে রেশনে পচা গম দেওয়া হচ্ছে, পরে তিনি সেখানে গিয়ে দেখেন যে সেই গমে আসলে পোকা লেগে গিয়েছে, এই গম মানুষকে খাওয়ার জন্য দেওয়া হচ্ছে। তিনি বলেন, রাজ্য সরকার একদিকে দাবি করছে যে তারা ২ টাকা কেজি দরে রেশনে দিচ্ছে, সরকার ২ টাকার পরিবর্তে ৫ টাকা নিন, কিন্তু জনগণকে ভাল খাদ্যশস্য দিন, জনগণের সাথে এমন ছিনিমিনি খেলবেন না। এদিকে রেশন ডিলারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply