আসানসোলের বিভিন্ন প্রতিষ্ঠানে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন
রূপনারায়ণপুর কালচারাল এ্যন্ড রোবাস্টনেস ক্লাবের উদ্যোগে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানিয়ে রক্তদান শিবির
বেঙ্গল মিরর, কাজল মিত্র, আসানসোল: ভারতরত্ন লতা মঙ্গেশকরের মৃত্যুর পর সোমবার আসানসোলের বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন হেড অফিসে অফিস সুপারিনটেনডেন্ট বীরেন্দ্রনাথ অধিকারীর নেতৃত্বে কল্লোল রায়, তাপস কর্মকার, সাগর শর্মা, সঞ্জীব ভান্ডারী প্রমুখ মাল্য়দান করে শ্রদ্ধা জানান। এরপর, রাজ্য সরকারের নির্দেশ অনুসারে, প্রয়াত লতা মঙ্গেশকরের সম্মানে, অর্ধেক কার্যদিবসের পরে সরকারি অফিসে ছুটি দেওয়া হল।



অন্য়দিকে রূপনারায়ণপুর এর ফকরাডিতে রূপনারায়ণপুর কালচারাল এ্যন্ড রোবাস্টনেস ক্লাবের উদ্যোগে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানিয়ে 7 নভেম্বর একটি স্বেচ্ছায় রক্তদান শিবির এর আয়োজন করা হয়।রূপনারায়ণপুর কালচারাল এ্যন্ড রোবাস্টনেস ক্লাবের উদ্যোগে এবছরই প্রথম সরস্বতী পুজোর আয়োজন করা হয়।আর সেখানেই প্রথম বার্ষিক এই স্বরস্বতী পুজো উপলক্ষে আসানসোল জেলা ব্লাড ব্যাংক এর সহযোগিতায় 17 জন স্বেচ্ছায় রক্ত দান করেন।

রক্তদান শিবিরের শুরুতে লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহঃ আরমান ,তৃণমূল সালানপুর ব্লক সাধারণ সম্পাদক ভোলা সিং,এছাড়া এই শিবিরে বিশেষভাবে উপস্থিত ছিলেন রূপনারায়ণপুর পঞ্চায়েত প্রধান রানু রায় , উপপ্রধান সন্তোষ চৌধুরী , সমাজকর্মী সুব্যেন্দু নাথ , পঞ্চায়েত সদস্য সুজিত দস্তিদার প্রমুখ ।
gourandi RK institution হাইস্কুলে হয়ে লতা মঙ্গেসকারের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন

বারাবনি, মনোজ শর্মা : বারাবনি ব্লকের পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত gourandi RK institution হাইস্কুলে হয়ে লতা মঙ্গেসকারের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন প্রথমে লতা মঙ্গেসকারের ছবিতে মালা পরিয়ে এক মিনিট নীরবতা পালন করা হলো এর পরে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী ছেলেমেয়েরা আবৃত্তি গান ও নাচ পরিবেশন করেন উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ডাক্তার তুষার ব্যানার্জি ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা অভিভাবক অভিভাবিকা বৃন্দ.