ASANSOLBusiness

CREDAI আসানসোলের সভাপতি শচীন্দ্রনাথ রায়, সম্পাদক হলেন বিনোদ গুপ্ত

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৭ ফেব্রুয়ারিঃ সোমবার CREDAI আসানসোলের কমিটি পুনর্গঠন করা হলো। নতুন কমিটিতে শচীন্দ্রনাথ রায়কে সভাপতি এবং বিনোদ গুপ্তকে  সম্পাদক নির্বাচিত করা হয়। অন্যদিকে, ধনঞ্জয় দাঁকে সিনিয়ার সহ-সভাপতি, সুশান্ত ব্যানার্জি ও বিশ্বরঞ্জন দাশগুপ্তকে সহ-সভাপতি, শঙ্কর শর্মাকে যুগ্ম সম্পাদক, বিবেক ভুওয়ালকাকে কোষাধ্যক্ষ, শঙ্কর চ্যাটার্জিকে সহকারী কোষাধ্যক্ষ করা হয়েছে।

অন্যদিকে, কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন উজ্জল রায়, নিখিলেশ উপাধ্যায়, আশিস প্যাটেল, গৌরব রায়, লাখি রায়, চিন্ময় হাজরা, সুপ্রভাত বিসওয়াল, প্রভাস দাঁ, বিনয় শর্মা, ইন্দ্রজিৎ ঘোষ। সভাপতি শচীন রায় এবং সেক্রেটারি বিনোদ গুপ্ত বলেন,  নতুন কমিটি শিল্পাঞ্চলের বিল্ডারদের  বিভিন্ন বিষয়ে সক্রিয়ভাবে কাজ করবে। জমি রেজিস্ট্রেশনে ফি ছাড় রাজ্য সরকার ৩১শে মার্চ পর্যন্ত বাড়িয়েছে। পৌর কর্পোরেশনে  নতুন বোর্ড গঠনের পর নতুন বোর্ডের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বিভিন্ন বিষয় সরলীকরণের ওপর জোর দেওয়া হবে।

Leave a Reply