রাস্তার অবস্থা বেহাল পথ অবরোধ করে বিক্ষোভ
বেঙ্গল মিরর, বারাবনি, মনোজ শর্মা ঃ বারাবনি ব্লকের দোমাহনি বাজার বড় মোর থেকে ছোট মোর অব্দি রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়েছে এবং drain ও রাস্তা সমান সমান হয়ে পড়েছে রাস্তার মধ্যে দু’বছর হয়ে গেল পিএইচইর জলের পাইপ বসানো হয়েছিল তারপর থেকে আজ অব্দি রাস্তা শুরু হয়নি জায়গা জায়গা দেখা যাচ্ছে বিরাট সাইজের গত জল জমে আছে নিত্যদিনের এই ঘটনা এক্সিডেন্ট হচ্ছে আজ সকালে বালিকা বিদ্যালয় এর স্কুলের একটি মেয়ে হঠাৎই জলের মধ্যে পড়ে যায়




স্থানীয় লোকেরা তাকে জল থেকে বার করে আবার তাকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এইটা থেকে আজ স্থানীয় মানুষরা পথ অবরোধ করে দিচ্ছে কিছুক্ষণ পরেই ঢিলছোড়া দূরত্বে বারাবনি থানা ঘণ্টাখানেক পরে বারাবনি থানা এসেছিলেন কিন্তু পরে আবার ফিরে চলে যান স্থানীয় পঞ্চায়েত থেকে পঞ্চায়েতের প্রতিনিধি শুদ্ধ এখন অব্দি ঘটনাস্থলে আসে নাই প্রায় দু’ঘণ্টা হতে চলল।