ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় CBI হানা, গ্রেফতার ২

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার প্রশাসনিক ভবনে সকাল থেকে শুরু হয়েছে বিশাল সিবিআই রেড।জানাগেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে চারটের পরও চলছে এই অভিযান। ৭ জন এর এক তদন্তকারী দল
চারটি স্করপিও গাড়িতে করে এসে এই অভিযান চালায়।


সূত্র অনুসারে জানাগেছে তারা মূলত চিত্তরঞ্জন রেলের অতি উচ্চ পদস্থ দুই আধিকারিকের চেম্বারে এই তদন্ত চালিয়ে ছেন।যদিও এক আধিকারিককে সকালে তার অফিসে না পেয়ে সিবিআইয়ের অন্য একটি দল ওই আধিকারিকের বাসভবনে হানা দেন বলে জানা গেছে । সকাল থেকেই চিত্তরঞ্জন রেল কারখানার প্রশাসনিক ভবনের সঙ্গেই আধিকারিকদের বাংলোতেও খোঁজখবর সিবিআই সমান্তরালভাবে নিচ্ছে। তবে কি কারনে এই ঘটনা সে বিষয়ে কেউই মুখ খুলতে চাননি। সংস্থার জনসংযোগ বিভাগে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে জনসংযোগ আধিকারিক চিত্রসেন মন্ডল বিষয়টি নিয়ে তাঁর কিছু জানা নেই বলে মন্তব্য করেন ।

অন্যদিকে মুখ্য জনসংযোগ আধিকারিক তথা ডেপুটি জেনারেল ম্যানেজার অলক কুমারকে একাধিকবার ফোন করলেও তিনি সেই ফোন তোলেন নি। তবে একটি বিশেষ সূত্র মারফত যাচ্ছে কারখানায় যন্ত্রাংশ সরবরাহ ও মজুত নিয়ে বেশ কিছুদিন ধরেই ইউনিয়নগুলি ইঙ্গিতপূর্ণ অভিযোগ আনছিলেন । স্বয়ং জেনারেল ম্যানেজার সতীশ কুমার কাশ্যপও এ বিষয়ে অত্যন্ত তৎপরতার সঙ্গে খোঁজখবর নেওয়া শুরু করেছিলেন । তবে প্রায় ৭ ঘন্টা অতিক্রম হয়ে যাওয়ার পরও সিবিআই কিসের খোঁজে এই অভিযান জারি রেখেছে তা এখনও স্পষ্ট নয়।


তবে জানাগেছে এই সিবিআইয়ের অভিযানে
শুক্রবার দুর্নীতির মামলায় সিবিআই দল অভিযান চালিয়ে এক আধিকারিক ও এক ঠিকাদারকে গ্রেফতার করে। ধৃত অভিযুক্তদের মধ্যে, চিফ ম্যাটেরিয়াল ম্যানেজার রবি শেখর সিনহা এবং ঠিকাদার পবন সিনহাকে গ্রেপ্তার করা হয়েছে, দুজনকেই আসানসোল সিবিআই আদালতে চালান দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *