মা প্রতিমা দেবী শিশু মন্দির বিদ্যাপীঠের উদ্বোধন করলেন বিধায়ক
বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি : বারাবনি ব্লকের Puchra গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেলেজোড়া আজ মা প্রতিমা দেবী শিশু মন্দির বিদ্যাপীঠ আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল উদ্বোধন করেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় এইখানে যেসব ছাত্রছাত্রী তারা নিখরচায় পড়াশোনা করতে পারবে এখানে তাদের পড়াশোনার দায়িত্ব নেওয়া হবেএই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন




উনি আরো জানান পড়াশোনার মধ্যে যেকোনো যদি কারো কোন সমস্যা হয় আমি সবসময় তাদের পাশে আছি তাছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য asit sing স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান পার্থসারথি মুখার্জি Puchra হাই স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ উপাধ্যায় এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যিনি জায়গাটি দান করেছেন শ্রী প্রতিমা রায় উনি উপস্থিত ছিলেন
শিক্ষা অনুরাগী দেশবন্ধু রায় শিক্ষা অনুরাগী অশোক জইন এছাড়াও বারাবনি ব্লকের বিভিন্ন স্কুলের শিক্ষক উপস্থিত ছিলেন এবং এইটাতে উনাদের একটাই বক্তব্য কে এই ধরণের কাজে আমরা সব সময় পাশে আছি স্কুল চালু করুন আমরা আছি