Primary School Reopens : পশ্চিম বর্ধমান জেলায় প্রথম দিনেই হাজির ৮২ শতাংশেরও বেশি পড়ুয়া
বেঙ্গল মিরর , রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল, ১৬ ফেব্রুয়ারিঃ ( Primary School Reopens) আগেই খুলেছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ বিশ্ববিদ্যালয়। এবার করোনার ধাক্কা সামলে বুধবার থেকে খুললো প্রাথমিক বিভাগও। আর প্রথম দিনেই পশ্চিম বর্ধমান জেলায় পড়ুয়াদের হাজিরা ছিলো চোখে পড়ার মতো। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিস সূত্রে জানা গেছে, এদিন ৮২ শতাংশেরও বেশি পড়ুয়া স্কুলে আসে। জানা গেছে, জেলায় মোট প্রাথমিক স্কুলের সংখ্যা (প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি ও কিছু স্কুলে পঞ্চম শ্রেণি ) সবমিলিয়ে ১১১৩ টি। মোট পড়ুয়ার সংখ্যা ১, ৩৪, ৫৫২।
এদিন এই প্রসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রথীন মজুমদার বলেন, জেলার ১১১৩ টি পড়ুয়াদের উপস্থিতির হার ছিলো ৮২.৯৩ শতাংশ। ১,৩৪,৫৫২ পড়ুয়ার মধ্যে ১,১১,৫৮১ জন পড়ুয়া স্কুলে আসে। ৫১০০ জন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ৫০০৭ জন এদিন স্কুলে উপস্থিত ছিলেন। তিনি আরো বলেন, পড়ুয়া সহ সবার জন্য স্বাস্থ্য বিধি কঠোরভাবে মানা হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে যা যা পদক্ষেপ নেওয়ার তা নেওয়া হয়েছে। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল শর্মিষ্ঠা চন্দ জানান, স্কুল খোলার কারণে শিশুদের মধ্যে উদ্দীপনা দেখা গেছে। শিশুদের উপস্থিতি ভালো ছিল।
( Primary School Reopens) জানা গেছে, এতদিন পরে স্কুলে আস পড়ুয়াদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন স্কুল বেলুন দিয়ে সাজানো হয়েছিলো। এছাড়াও তাদেরকে চকলেট, বিস্কুট ও অন্যান্য সামগ্রী এদিন উপহার হিসাবে দেওয়া হয়। অনেক স্কুলে আবার ফুল দিয়ে পড়ুয়াদের স্বাগত জানানো হয়েছে। স্বাভাবিক ভাবেই এতদিন পরে স্কুলে আসতে পেরে উচ্ছ্বসিত ক্ষুদেরা।
পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য স্কুল শিক্ষা দপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্র।.
Muktaichandi : ৫৮ তম আনন্দ মেলার উদ্বোধন
World Cancer Day : বর্তমানে ব্রেস্ট ও ওরাল ক্যান্সার রোগীর সংখ্যা বেশি