দুর্গাপুরে এটিএম থেকে টাকা লুঠ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করল পুলিশ
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দ্যোপাধ্যায়/ সৌরদীপ্ত সেনগুপ্ত : দুর্গাপুরে এটিএম থেকে টাকা চুরি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। দুর্গাপুরের বিভিন্ন এলাকায় এটিএম টেম্পার করে টাকা চুরি করত তারা। দুজনেই রানিগঞ্জ থানার নিমচা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা জানিয়েছেন, দুর্গাপুরের বিধান নগর এলাকায় হাডকো মোড়ের কাছে একটি এটিএম থেকে টাকা চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে দুই ব্যক্তি। তারা দুজনই রানিগঞ্জ থানার অন্তর্গত নিমচা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশের ডেপুটি কমিশনার বলেন, তারা দুজনেই স্বীকার করেছে যে তারা এটিএম থেকে টাকা চুরির কাজ করে। এর আগেও তারা অনেক এটিএম থেকে টাকা চুরি করেছে বলে স্বীকার করে তারা। পুলিশ তাদের কাছ থেকে একটি ডিভাইসও উদ্ধার করেছে যা দিয়ে তারা এটিএম টেম্পার করত। আজ তাদের দুজনকেই দুর্গাপুর আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।