ASANSOLKULTI-BARAKAR

আসানসোলের এমভিআই দপ্তরের অভিযানে আটক ৪টি গরু বোঝাই ট্রাক

বেঙ্গল মিরর,কাজল মিত্র :- আসানসোলের কুলটিথানার চৌরাঙ্গিফাঁড়ির অন্তর্গত রামপুর চেকপোষ্টে এমভিআই দপ্তরের অভিযানে আটক গরু বোঝাই 4 টি কেন্টিনার ট্রাক।শুক্রবার সকালে এমভিআই দপ্তরের অভিযানে জাতীয়সড়ক থেকে বড়ো গরুভর্তি ট্রাক গুলি আটক করে।যদিও সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে ট্রাকটি তে থাকা লোকেরা ছবি তুলতে বাধা দেন।তবে অনুমান করা হচ্ছে এই কেন্টিনার ট্রাকের দরজা বন্ধ করে গরুগুলোকে পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিলো।যদিও ট্রাকে থাকা এক ব্যক্তি বলেন যে তিনি গরু কেনা বেচা করেন ।তিনি এক গরু ব্যাপারী ।


তাহলে প্রশ্ন হচ্ছে কেন্টিনার ট্রাকে ভেতরে কেনো এতো পরিমান গরু যাচ্ছিলো।যদিও ঐ ব্যক্তি বলেন তিনি আসানসোলের বাসিন্দা এবং এই গরুগুলো নারায়ণপুর থেকে আসানসোল নিয়ে যাওয়া হচ্ছে।এখন দেখার এই গরুপাচার কাণ্ডে সিবিআই ও ইডির এতো তৎপর কিন্তু তাও গরুপাচার আটকানো যাচ্ছেনা।

এই ঘটনার বিষয়ে বিজেপিনেতা টিঙ্কু ভার্মা বলেন
ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বরাবরই গরু পাচার রুখতে অভিযান চালানো হয় কিন্তু রাজ্য পুলিশ এর তরফে
বারংবার আমাদের বিজেপি কর্মীদের ভয় দেখানো হয় যে আমরা যেন তাদের কোন কাজে বাঁধা সৃষ্টি না করি।তাছাড়া আমাদের কেশের ভয় দেখিয়ে চুপ করে রাখা হত ।তবুও আমরা গরু পাচার আটকেছি ,কিন্তু এবারে নতুন ভাবে বড় ট্রাকের কন্টেনারে করে গরু পাচার করা হচ্ছে ।যাতে করে সাধারণ মানুষ বুঝতে নাপারে যে গাড়িতে করে গরু নিয়ে যাওয়া হচ্ছে।কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক ও এমবি আই এর মিলি ভগতেই এই গরু পাচার চক্র চলছে ।এই জাতীয় সড়ক পথে রাত দুটোর পর থেকে ভোর পাঁচটা পর্যন্ত এই গরু পাচার চলত ।


এই গরু পাচারে চৌরঙ্গী পুলিশ সরাসরি ভাবে যুক্ত রয়েছে বলে জানান বিজেপি নেতা টিঙ্কু বার্মা ।তিনি জানান মাননীয় জেলাশাসক ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার যাতে এমবিআই দফতর ও চৌরঙ্গী পুলিশ এর এই ক্রিয়া কলাপ বন্ধ করতে সহযোগিতা করেন।যাতে করে গরু পাচার বন্ধ হয়।

Leave a Reply