আচ্ছর ফাউন্ডেশন বিহগম সংস্থা আসানসোল ব্রাঞ্চ পক্ষ থেকে বাচ্চাদের জন্য সামগ্রী বিতরণ
বেঙ্গল মিরর, বারাবনি মনোজ শর্মা : বারাবনি ব্লক দোমোহানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চরণপুর মোড় মাহালী পাড়ায আচ্ছর ফাউন্ডেশন বিহগম সংস্থা আসানসোল ব্রাঞ্চ পক্ষ থেকে আজ ছোট বাচ্চাদের একটি করে মাক্স সিলেট পেন্সিল বইখাতা টুথপেস্ট ব্রাশ ফলের সামগ্রী তুলে দেয়া হলো প্রায়ই আশিটা বাচ্চাদের হাতে এই সামগ্রী তুলে দিলেন সংস্থার কর্ণধার উপস্থিত ছিলেন জ্যোতি প্রসাদ, কিরান প্রসাদ, বিদ্যা burnwal Jyoti barnwal, শ্রীমতি কিরণ বর্ণবাল সঙ্গীতা বর্ণবাল।