Bengali NewsWest Bengal

Road Safety and Rescue পাইলট প্রজেক্ট এর কাজ শুরু করলো NSEC

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : আজ ডানকুনি টোল প্লাজায় এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে Nh2 তে Road Safety and Rescue পাইলট প্রজেক্ট এর কাজ শুরু করলো ন্যাশনাল সেলফ এমপ্লয়মেন্ট কাউন্সিল l প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন NSEC কো – চেয়ারম্যান মিহির কুমার দাস l রোড মার্চ করেন NSEC এর CEO বিনয় কুমার মালিক l

সাংবাদিক দের প্রশ্নের উত্তরে NSEC চেয়ারম্যান দেবকুমার চ্যাটার্জী বলেন আমাদের এই প্রজেক্ট দেশের মধ্যে মডেল প্রজেক্ট হতে চলেছে l আমাদের উদ্দেশ্য জাতীয় সড়ক এ দুর্ঘটনা ও মৃত্যুর হার একেবারে কমিয়ে আনা l প্রাথমিক পর্যায়ে আমরা NH2 ও NH12 এ এই পাইলট প্রজেক্ট এর কাজ শুরু করছি l আগামী দিনে সারা ভারতবর্ষে আমরা এই কাজ করবো l এই কাজে বহু মানুষের কর্ম সংস্থান হবে

Leave a Reply