ASANSOL

দুদিন ধরে রেল লাইনের পাশে পড়ে রয়েছে মৃতদেহ, কোনো হেলদোল নেই

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সালানপুর মাজি পাড়ার ঠিক পিছনে প্রায় দুদিন ধরে রেল লাইনের পাশে পড়ে রয়েছে মৃতদেহ।বারবার সালানপুর স্টেশন মাস্টারকে জানানো সত্বেও কোনো হেলদোল নেই রেল কর্তৃপক্ষের।দুদিন আগে ঠিক ঢিল ছোড়া দূরত্ব থেকে অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ উদ্ধার করে আসানসোলের জিআরপিএফ।কিন্তু একি দিনে সামান্য দূরে সেই রেল লাইনের পাশে পড়ে থাকা মৃতদেহ নজর পড়লো না জিআরপিএফের।পুরো ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।


এই ঘটনা প্রসঙ্গে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের এসি এসটি সভাপতি ফুচু বাউরি জানান দুদিন আগে মাজি পাড়ার কিছু মহিলারা এসে আমাকে জানায় যে ২২৭/৬ পোলের সামনে একটি মৃত দেহ পড়ে রয়েছে।আমি সঙ্গে সঙ্গে সালানপুর রেল স্টেশন মাস্টারকে জানাই কিন্তু দুদিন পার হয়ে গেলেও আজ পর্যন্ত মৃতদেহটি পড়ে রয়েছে কোনো হেলদোল রেল কর্তৃপক্ষের।সেই মৃতদেহ থেকে পচা গন্ধ ছড়িয়েছে পুরো মাজি পাড়া জুড়ে।

Leave a Reply