কুলটিতে গুলি চালানোর অভিযোগ, বিয়ে বাড়ির বরযাত্রী যাওয়ার সময় দুই পক্ষের মারামারি, গ্রেফতার ৬
বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য ও রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৮ মার্চঃ আসানসোলের কুলটি থানার আসানসোল পুরনিগমের ৬৫ নম্বর ওয়ার্ডের কেন্দুয়া বাজারের মাজড়িয়া পার্ক এলাকায় বরযাত্রী যাওয়ার সময় মোটরবাইক না সরানো ও নির্দল কাউন্সিলরের অফিসের সামনে পটকা ফাটানোকে কেন্দ্র করে গন্ডগোলের ঘটনা ঘটে। এই ঘটনায় দুটি রাজনৈতিক দলের দুই গোষ্ঠীর মধ্যে মারামারির অভিযোগ উঠেছে। পাশাপাশি এক পক্ষ অন্য পক্ষকে লক্ষ্য করে ইঁট ছোঁড়ে। এলাকার বাসিন্দারা বলেন, গন্ডগোলের মধ্যে তারা গুলি চালানোর শব্দ শুনতে পেয়েছেন। তবে পুলিশ গুলি চালানোর কথা অস্বীকার করেছে। সোমবার রাতের এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কুলটি থানার পুলিশ এলাকায় পৌঁছে অভিযোগের ভিত্তিতে ৬ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার ধৃতদের আসানসোল আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নাকচ করে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন।




এই ৬৫ নং ওয়ার্ডে এবার নির্দল কাউন্সিলর নাদিম আখতার জিতেছেন। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর আখতার হোসেন এবারের পুর ভোটে পরাজিত হয়েছেন। নাদিম একসময় তৃণমূল কংগ্রেসেরই নেতা ছিলেন।
জানা যায়, সোমবার রাতে একটি বিয়ে উপলক্ষে বরযাত্রী যাচ্ছিলেন আখতার হোসেনের লোকজনেরা। কেন্দুয়া বাজারে নির্দল কাউন্সিলর নাদিম আখতারের অফিসের সামনে তার সমর্থকদের মোটরবাইক রাখা ছিল। বরযাত্রীর দল সেগুলো সরাতে বললেও মোটরবাইকগুলো সরাইনি বলে অভিযোগ।
অন্যদিকে নাদিমের অভিযোগ আখতার হোসেনের লোকেরা তার অফিস লক্ষ্য করে পটকা ছুঁড়তে থাকে। এরপর দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এক পক্ষ অন্য পক্ষকে লক্ষ্য করে ইঁট ছোঁড়ে। পরে দুই পক্ষই রীতিমতো সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষই গুলি চালিয়েছে বলে এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন। পুলিশ দুই পক্ষের ছয়জনকে গ্রেফতার করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে ।