PANDESWAR-ANDAL

পাণ্ডবেশ্বরে ৪০ টি সেলাই মেশিন ও একটি অ্যাম্বুলেন্স দেওয়া হলো

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে বুধবার ইন্ডিয়া পাওয়ারের( INDIA POWER) সহযোগিতায় ৪০ টি সেলাই মেশিন ও প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতকে মুমূর্ষু রোগীদের সাহায্যার্থে তুলে দেওয়া হলো অত্যাধুনিক একটি অ্যাম্বুলেন্স। রাজ্য সরকারের ডাকে সাড়া দিয়ে দুর্গাপুর ফরিদপুর ব্লক অফিসে INDIA POWER নামে একটি বেসরকারি বিদ্যুৎ উৎপাদন সংস্থা পান্ডবেশ্বর বিধানসভার মহিলাদের হাতে এই ৪০ টি সেলাই মেশিন তুলে দেয়। এই সেলাই মেশিনগুলি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তুলে দেওয়া হলো যাতে তারা স্বনির্ভর হতে পারে । পাশাপাশি একটি এ্যাম্বুলেন্স মাতৃযান হিসাবে তুলে দেওয়া হয় প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতকে। বুধবারের এই অনুষ্ঠানে পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ছাড়াও ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিডিও দেবজিৎ দত্ত, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জি সহ পঞ্চায়েত সমিতির আধিকারিকরা।

রাজ্য সরকার বিভিন্নভাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পাশে দাঁড়াচ্ছে এবং সাধারণ মানুষকে স্বনির্ভরতা করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। বিধায়কের এই উদ্যোগের পাশে দাঁড়িয়েছে ওই বেসরকারি সংস্থা। এই বেসরকারি সংস্থার উদ্যোগে ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক। এরই সঙ্গে বিধায়ক বলেন যে, পান্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও সংঘবদ্ধ ও শক্তিশালী করে তোলার জন্য রাজ্য সরকার যথেষ্ট সাহায্য করছে। তার সাথে সাথে এই ইন্ডিয়া পাওয়ারের মতো সংস্থাগুলির বিভিন্ন সাহায্য মহিলাদের আরও অনুপ্রাণিত করবে। পাশাপাশি আমিও সচেষ্ট বিধায়ক তহবিল থেকে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সাহায্য করার জন্য। সেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সকলেই আমার বাড়ির মা বোন। তাই তাদের পাশে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *