ASANSOL

আসানসোলে স্টেট হস্তশিল্প এক্সপোর উদ্বোধন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় :
একদিকে আসানসোলে যখন লোকসভা উপনির্বাচন নিয়ে রাজনৈতিক পরিবেশ সরগরম ঠিক তখন পূর্ব ঘোষণা মতো রবিবার থেকে আসানসোলে
‘ওয়েস্ট বেঙ্গল স্টেট হস্তশিল্প এক্সপো, ২০২১-২২’ শুরু হয়ে গেল।
এর উদ্বোধনী অনুষ্ঠান রবিবার বিকেল সাড়ে চারটের সময় আনুষ্ঠানিকভাবে হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন ঘোষণার জন্য মডেল কোড অফ কনডাক্ট বা আদর্শ আচরণ বিধি কার্যকর হয়ে এক্সপোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি ।


পশ্চিমবঙ্গ সরকারের মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ( MSME) এবং টেক্সটাইল বিভাগের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সপোর্ট প্রমোশন সোসাইটি উদ্যোগে এই মেলা ১৩ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত কল্যাণপুরের আসানসোল উৎসব ময়দানে চলবে।

পশ্চিমবঙ্গ সরকারের মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ দপ্তরের এক আধিকারিক সুভাষ চন্দ্র বিশ্বাস জানান,
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বসবাসকারী দরিদ্র হস্তশিল্প কারিগরদের বিপণন সহায়তা প্রদানের জন্য সরকারের পক্ষ থেকে এই মেলার আয়োজন করা হচ্ছে।

দরিদ্র হস্তশিল্প কারিগরদের তাদের ব্যক্তিগত হস্তশিল্পের পণ্য প্রদর্শন এবং বিক্রয়ের জন্য সমস্ত সুবিধা সহ বিনামূল্যে স্টল সরবরাহ করা হয়েছে এবং অংশগ্রহণের জন্য বাসস্থান এবং যাতায়াত খরচের সুবিধাও দেওয়া হয়।এই মেলায় মোট ২৫ টি স্টল রয়েছে। প্রথম দিনেই দর্শকদের ভীড় লক্ষ্য করা যায় মেলা ময়দানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *