ASANSOL

মনোনয়ন পত্র জমা দিতে হুডখোলা গাড়িতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল, ২১ মার্চঃ ঢাকের তালে তালে হুড খোলা গাড়িতে করে সোমবার সকালে মনোনয়ন পত্র জমা দিতে বেরোলেন আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃনমুল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। এদিন ঠিক সকাল দশটার সামান্য কিছু সময় পরে আসানসোলের জিটি রোডের বিএনআরে রবীন্দ্র ভবনের সামনে থেকে শত্রুঘ্ন সিনহাকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়।

ঢাকের সঙ্গে ছিলো তৃনমুল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের ব্যাপক ভিড়। প্রার্থীর সঙ্গে ছিলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক, শ্রীরামপরের সাংসদ কল্যান বন্দোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি বিধান উপাধ্যায়, আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়। আসানসোলের কন্যাপুরে পশ্চিম বর্ধমান জেলাশাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেবেন শত্রুঘ্ন সিনহা।

Leave a Reply