ASANSOL

সাইকেল চালিয়ে মনোনয়ন জমা দিলেন কংগ্রেসের প্রার্থী

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল, ২৪ মার্চঃ পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সাইকেল চালিয়ে বৃহস্পতিবার সকালে মনোনয়ন পত্র জমা দিলেন আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের কংগ্রেসের প্রার্থী প্রসেনজিৎ পুইতুন্ডি। একইভাবে বীরভূমের রামপুরহাটের ঘটনার প্রতিবাদে প্রার্থী সহ অন্যান্যরা কালো ব্যাজ পড়েন। প্রার্থীর সঙ্গে ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী, প্রাক্তন কাউন্সিলর অশোক রায়।


এদিন সকালে আসানসোলের সেনরেল রোডের সৃষ্টি নগর মোড় থেকে বাজনার রঙিন বেলুন নিয়ে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন পত্র জমা দেওয়ার মিছিল শুরু হয়। এইচএলজি মোড় হয়ে সেই মিছিল পশ্চিম বর্ধমানের জেলাশাসক কার্যালয়ে এসে শেষ হয়। বেলা বারোটার পরে প্রার্থী মনোনয়ন পত্র জমা দিতে ঢোকেন।


প্রার্থী বলেন, ৫ টি রাজ্যের বিধান সভা নির্বাচনের ফল বেরোনো দিন কয়েকের মধ্যেই কেন্দ্র সরকার পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করলো। কেন্দ্রের বিজেপি সরকার জনবিরোধী সরকার। এরই প্রতিবাদে আজ সাইকেল চালিয়ে মনোনয়ন জমা দিতে এলাম। আর রামপুরহাটের ঘটনার প্রতিবাদে কালো ব্যাজ পড়েছি। রাজ্য ও কেন্দ্রের দুই সরকারের বিরুদ্ধেই আসানসোলের মানুষ ভোট দেবেন বলে আমার আশা।

watch video

read also : বরাকরে নাকা চেকিং এ উদ্ধার টাকা

read also : বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল মনোনয়ন পত্র জমা দিলেন, রাজ্যের বিরোধী দলনেতার উপস্থিতিতে মিছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *