বিদ্যুৎস্পৃষ্ট হয় ট্রাকের খালাসীর মৃত্যু
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ: সোমবার রাত্রে জামুরিয়া থানা শ্রীপুর ফাঁড়ি এলাকায় নিঘা মোড়ের কাছে একটি সবজির ট্রাক জল দিয়ে সাফাই করার সময় ওই ট্রাকের খালাসী, গাড়ির ছাদে উঠে সাফাই করার মুহূর্তে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয় । ঘটনার খবর পাওয়ার পরে স্থানীয়রা শ্রীপুর ফাঁড়ির পুলিশকে জানালে, পুলিশ ওই ব্যক্তি কে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
ঘটনা প্রসঙ্গে জানা যায় অন্যান্য দিনের মতোই সোমবার রাত্রে কৃষ্ণনগর থেকে এক সবজি বোঝাই করা লরি আসানসোলে পৌঁছে ফেরার সময় নিঘা মোড়ের কাছে গাড়ি সাফাইয়ের গ্যারেজে গাড়ি চাপায় করছিল, শেষ সময়ে গাড়ির খালাসী উত্তর 24 পরগনার বছর পঁচিশের সনাতন দাস সবজি গাড়ি মাথার ওপরে চেপে সাফ সাফাই এর কাজ করার সময় ওই অংশে থাকা বিদ্যুৎবাহী তাদের সংস্পর্শে চলে আসে, স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে তাকে কোনক্রমে সেখান থেকে সরানোর উদ্যোগ নেয় পরে পুলিশ প্রশাসনকে খবর দিলে শ্রীপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
যদিও তার সঙ্গে থাকা ওই গাড়ির চালক এই ঘটনার বিষয় লক্ষ্য করে এলাকা ছেড়ে চম্পট দেয়, সোমবার রাত্রের ঘটা এই আকস্মিক ঘটনায় সকলেই হতচকিত হয়ে পড়েছেন, বিদ্যুৎবাহী তারে কিভাবে ওই খালাসী বিদ্যুৎস্পৃষ্ট হলো তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।