গৌরান্ডি স্কুলে নিয়মশৃঙ্খলা রক্ষার জন্য মনিটরদের নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ আলোচনা সভা
বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি : গৌরান্ডি স্কুলে নিয়মশৃঙ্খলা রক্ষার জন্য মনিটরদের নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ আলোচনা সভা বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা রক্ষা, বিদ্যালয় প্রাঙ্গন ও শ্রেণীকক্ষ নির্মল রাখা, পঠন-পাঠনের উপযোগী পরিবেশ বজায় রাখা, পঠন-পাঠনের মান উন্নয়ন ইত্যাদি একাধিক বিষয়কে কেন্দ্র করে গৌরান্ডি স্কুলে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হল | বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার বন্দ্যোপাধ্যায় এই আলোচনা সভার সভাপতিত্ব করেন |
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2022/03/IMG-20220329-WA0016-500x225.jpg)
প্রধান শিক্ষক মহাশয় ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক – শিক্ষিকারা উক্ত আলোচনা সভায় সকল শ্রেণীর মনিটরদের কাছে অভাব অভিযোগের কথা জানতে চান এবং বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সকল কর্মকান্ডের রূপরেখা তুলে ধরেন | বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী তুষার বন্দ্যোপাধ্যায় এই আলোচনা সভা প্রসঙ্গে বলেন – “এই আলোচনা সভায় অংশগ্রহণ করে সকল শ্রেণীর মনিটরেরা অত্যন্ত খুশি এবং এই আলোচনা সভার মাধ্যমে তারা নিজেদের দায়িত্ব সম্পর্কে অবহিত হয়েছে| ভবিষ্যতে, বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা এবং পঠন পাঠনের মান আরও উন্নয়নের ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী|”