BARABANI-SALANPUR-CHITTARANJAN

গৌরান্ডি স্কুলে নিয়মশৃঙ্খলা রক্ষার জন্য মনিটরদের নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ আলোচনা সভা

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি : গৌরান্ডি স্কুলে নিয়মশৃঙ্খলা রক্ষার জন্য মনিটরদের নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ আলোচনা সভা বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা রক্ষা, বিদ্যালয় প্রাঙ্গন ও শ্রেণীকক্ষ নির্মল রাখা, পঠন-পাঠনের উপযোগী পরিবেশ বজায় রাখা, পঠন-পাঠনের মান উন্নয়ন ইত্যাদি একাধিক বিষয়কে কেন্দ্র করে গৌরান্ডি স্কুলে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হল | বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার বন্দ্যোপাধ্যায় এই আলোচনা সভার সভাপতিত্ব করেন |

প্রধান শিক্ষক মহাশয় ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক – শিক্ষিকারা উক্ত আলোচনা সভায় সকল শ্রেণীর মনিটরদের কাছে অভাব অভিযোগের কথা জানতে চান এবং বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সকল কর্মকান্ডের রূপরেখা তুলে ধরেন | বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী তুষার বন্দ্যোপাধ্যায় এই আলোচনা সভা প্রসঙ্গে বলেন – “এই আলোচনা সভায় অংশগ্রহণ করে সকল শ্রেণীর মনিটরেরা অত্যন্ত খুশি এবং এই আলোচনা সভার মাধ্যমে তারা নিজেদের দায়িত্ব সম্পর্কে অবহিত হয়েছে| ভবিষ্যতে, বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা এবং পঠন পাঠনের মান আরও উন্নয়নের ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী|”

Leave a Reply