মূল্যবৃদ্ধির প্রতিবাদে রানীগঞ্জে তৃণমূলের পথসভা করে বিক্ষোভ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ: পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার প্রতিবাদ সভা করে বিক্ষোভে সামিল হলো রানীগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা। মঙ্গলবার তারা রানীগঞ্জের নেতাজি স্ট্যাচু সংলগ্ন মূর্তির পাদদেশে 60 নম্বর জাতীয় সড়কের পাশেই পথসভা করে বিক্ষোভে সামিল হয়।
তারা এদিন দাবি করে কেন্দ্রীয় সরকার পরিকল্পিতভাবে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির করে মুনাফা লুটতে চাইছে, আর এর জেরে অসহায় মানুষ করছে চরম বিপাকে তাই মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে অবিলম্বে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি রোধ করতে হবে কেন্দ্রের মোদি সরকার কে এই দাবি তুলে তারা প্রতিবাদে সোচ্চার হয়।
মঙ্গলবার বিকেলে তৃণমূল যুব সংগঠনের সদস্যরা সমগ্র বাংলার সাথে খনি অঞ্চলে পথ সভার মাধ্যমে প্রতিবাদ সভা করে লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হয় এদিনের এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন রানীগঞ্জ শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভ ভট্টাচার্য, অপূর্ব ব্যানার্জি, বাপি চক্রবর্তী, ইন্দ্রজিৎ চক্রবর্তী প্রমুখ।