ASANSOL

কল্যানেশ্বরী মন্দিরে পুজো দিয়ে সালানপুর ঘুরে নির্বাচনী প্রচার সারলেন বিজেপির প্রার্থী

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোল লোকসভা নির্বাচনের ভোটের আর মাত্র কটা দিন এমতাবস্থায় প্রতিটি প্রার্থী নিজের মত করে বিভিন্ন এলাকায় কর্মিসভা ও প্রচার চালিয়ে যাচ্ছেন ।বুধবার
কল্যানেশ্বরী মন্দিরে পুজো দিয়ে বারাবনি ও সালানপুর ব্লকের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার সারলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।


এদিন তিনি কল্যানেশ্বরী মায়ের কাছে শান্তির কামনা করে বলেন এরাজ্যে সন্ত্রাস চাই না, চায় মানুষ এর শান্তি।আর তাই মানুষের শান্তি কামনায় মন্দিরে পুজো দিলেন ।পুজো শেষে মন্দির থেকে বেরিয়েই তিনি বলেন এরাজ্যে যেভাবে তৃণমূল সন্ত্রাস চালিয়ে যাচ্ছে তাতে অন্যান্য দলের কর্মীদের সাথে সাথে তৃণমূলের কর্মী রাও মারা যাচ্ছে ।তাইতৃণমূলের প্রতিটি কর্মীকে যাতে সৎ বুদ্ধিদেয় সেই কামনায় করি।

তাছড়া তিনি বলেন আমি বার্নপুর এর মেয়ে এই এলাকার সবকিছুই চেনা প্রতিটি মানুষ আমার খুবই কাছের তাছাড়া আমার বাবার জন্ম রামনগরে তাই এখানেই আমার বাড়ি ।আজ কাকুকে সঙ্গে নিয়ে পুজো দিলাম।এখানকার মানুষের ভালো বাসা প্রমান দিচ্ছে
মানুষ বাড়ির মেয়েকে কতটা চাই। তাই জয়ের প্রতি তিনি দুশো শতাংশ আশাবাদী।

এদিন তিনি পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্র নাথ চক্রবর্তীর নিয়ে মক্তব্য করে তিনি বলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী মাননীয়া মমতা ব্যানার্জির শিক্ষায় চলে ।তিনি যেভাবে তার দলকে গুন্ডায় পরিণত করেছেন নরেন্দ্রনাথ চক্রবর্তীর বক্তব্যে সেটাই প্রমান করেছে ।কিন্তু নির্বাচন কমিশন তাকে সাত দিন সাপেন্ড করেছেন তাকে তো ভোট এর দিন পর্যন্ত বাইরে বের হতে দেওয়াই উচিত নয় ।তাকে জেলে দেওয়া প্রয়োজন।তাছাড়া তিনি অনুব্রত মণ্ডল নিয়ে বলেন তিনি ব্যাগপাক করুন তাকে উড়িষ্যার শ্রীঘরে নিয়ে যাওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *