ASANSOL

জাতীয় স্তরের যোগ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সংবর্ধনা দিল রোশনী যোগা সেন্টার

বেঙ্গল মিরর, আসানসোল: আসানসোল থেকে জাতীয় স্তরের যোগ ব্যায়াম প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং বিজয়ী হওয়া প্রতিযোগীদের শনিবার আসানসোলের কোর্ট মোড়ে অবস্থিত যুব সম্মেলনী ক্লাবে রোশনী যোগা সেন্টার দ্বারা সম্মানিত করা হল। সেই সাথে মানব জীবনে যোগের গুরুত্ব নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। এতে যোগব্যায়াম বিশেষজ্ঞ জয়ন্ত হোর যোগের গুরুত্ব তুলে ধরেন।

রোশনী যোগা সেন্টারের সম্পাদিকা কাকলি চ্যাটার্জি জানান, আসানসোলের মৌসুমী মান্না অন্ধ্রপ্রদেশে অনুষ্ঠিত জাতীয় যোগ প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন। আর 8 থেকে 11 বছর ক্যাটাগরিতে দ্বিতীয় হয়েছে সম্প্রতী চ্যাটার্জি, এই প্রতিযোগিতাটি অনলাইনে অনুষ্ঠিত হয়েছিল। এখান থেকে প্রায় ৫০ জন প্রতিযোগী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সবাই সম্মানিত হলেন। এখানে পরেশনাথ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply