RANIGANJ-JAMURIA

ইসিএলের আমকোলা এক্সটেনশন ওসিপি দিনভর বন্ধ রইল

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী,রানীগঞ্জ : মঙ্গলবার দিনভর বন্ধ রইল ইসিএলের সাতগ্রাম এরিয়ার নিমচা আর কোলিয়ারির আমকোলা এক্সটেনশন ওসিপি। এখানে 16 লক্ষ 70 হাজার মেট্রিক টন কয়লা কাটার জন্য এক বেসরকারি সংস্থাকে কয়লা কাটার বরাত দেওয়া হয়। সোমবার রাত থেকে সেই কয়লা খনি থেকে কয়লা পরিবহন ও কয়লা খনন বন্ধ করে বিক্ষোভ দেখায় ব্যাপক সংখ্যায় ঠিকা শ্রমিক। তারা মঙ্গলবার সকাল থেকেই খোলামুখ খনির সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকে।

ঠিকা শ্রমিকদের দাবি, যে সকল ঠিকা শ্রমিক এখানে কর্মরত রয়েছেন তারা কয়লা পরিবহনের দায়িত্ব ছিল।আর সেই ঠিকা শ্রমিকদের কাজে লাগানো বেসরকারি সংস্থা তাদের হঠাৎ করে কাজ থেকে বঞ্চিত করে দেওয়ায় তারা বর্তমানে অসহায় অবস্থায় দিন যাপন করছে, একি ভাবে সেখানে ঠিক শ্রমিকদেরও বকেয়া বেতন মেটানো হয়নি। এর পাশাপাশি তারা কয়লা বোঝাই করা চারটি ডাম্পার আটকে রেখে, দাবি করে এই কয়লা খনির কাটা কয়লা তারা বিনা কোন জিপিএস ডাম্পার গুলিতে লাগিয়েই তারা রাতের অন্ধকারে কয়লা পাচারের মতলব করেছিল।

বিক্ষোভকারীদের দাবি যে সকল কয়লা এখান থেকে পরিবহনের জন্য বের হয় সেই সকল পণ্যবাহী গাড়ি গুলি কয়লা চুরি রুখতে জিপিএস লাগানো থাকে কিন্তু এক্ষেত্রে চারটি ডাম্পের তারা ব্যাপক পরিমান কয়লা নিয়ে গেলেও তার মধ্যে কোন জিপিএস ছিল না, তাই তারা সেই সকল গাড়ি গুলিকে আটকে রেখে কেন চুপিসারে কয়লা পাচার হচ্ছে, এই দাবি করে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের এও দাবি, এখানের জমির মালিকদের জমির খরিদ না করে ইসিএল অন্যায় ভাবে ঐসকল জমিকে নিজেদের কাজে ব্যবহার করে কয়লা উৎপাদন এর কাজে লাগাচ্ছে অবিলম্বে সেই সকল জমিগুলো কে ইসিএল কর্তৃপক্ষ অধিগ্রহণ করে তবে সেখানে কয়লা কাটতে পারবেন বলেই এলাকায় একদল মানুষ দাবি করেন।

এর পাশাপাশি তাদের দাবি করে এখানে কয়লা পরিবহনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কয়লা খনির বিভিন্ন কাজ করলেও হঠাৎ করে তাদের কাছ থেকে বসিয়ে দেওয়ায় তারা এখন অসহায় হয়ে রয়েছে অবিলম্বে তাদের পুনরায় কাজের বহাল করা হোক এই দাবিতে তারা মঙ্গলবার বিক্ষোভ দেখাতে থাকে। মঙ্গলবারের এই বিক্ষোভের জেরে দিনভর খনির উৎপাদন বন্ধ থাকার সাথে খনির কয়লা পরিবহন বন্ধ হয়ে যায়। এ বিষয়ে সাতগ্রাম এরিয়া জিএম অশোক কুমার আনন্দেকে ফোনে যোগাযোগ করা চেষ্টা করা হলেও তিনি কোন ভাবে যোগাযোগ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *