ASANSOL

Asansol Club Premier League : ২১ থেকে ২৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে

IPL এর আদলে খেলোয়াড়দের নিলাম হল আসানসোল ক্লাবে

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল ক্লাব প্রিমিয়ার লিগ (Asansol Club Premier League) ক্রিকেট প্রতিযোগিতা আগামী ২১ থেকে ২৩ মে আইপিএলের আদলে অনুষ্ঠিত হবে। এর জন্য গতরাতে আসানসোল ক্লাবে খেলোয়াড়দের নিলাম(
Auction) অনুষ্ঠিত হয়েছে, মোট পাঁচটি দলের জন্য ৭৫ জন খেলোয়াড় রয়েছে। ৬০ জনের নিলাম করা হয়। বাকি ১৫ জন খেলোয়াড় হবে পাঁচটি দলের মালিক ও সহ-মালিক। প্রতিযোগিতার জন্য একটি আয়োজক কমিটি গঠন করা হয়। ২০ শে মে এর উদ্বোধন করা হবে। এতে রয়েছেন শোভন নারায়ণ বসু, রাকেশ গোপালকা, সুপ্রভাত বিসওয়াল, গগনদীপ সিং সালুজা এবং অভিষেক গোপালকা।

ক্লাবের সভাপতি সোমনাথ বিসওয়াল জানান, খেলাধুলাকে উৎসাহ ও বিনোদনের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। ক্লাবের সদস্য ও তাদের নিকটজন ও পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২১ থেকে ২৩ মে এই প্রতিযোগিতার আয়োজন করা হবে। সম্পাদক শোভন নারায়ণ বসু জানান, প্রথমবারের মতো এই অনুষ্ঠানের আয়োজন করায় সবার মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে ভার্চুয়াল টাকা দিয়েও খেলোয়াড় কেনা হয়। এতে প্রকৃত টাকার কোনো লেনদেন নেই।

Asansol Club Premier League : বিভিন্ন দলের তালিকা দেখুন

KNIGHT WARRIORS
Owner: Mr. Somnath Biswal
Co Owner: Mr. Abhishek Gopalka
Co Owner: Mr. Kunal Sultania

SUPER STRIKERS
Owner: Mr. Sukhwinder Singh (Bitta)
Owner: Mr. Gagandeep Singh Saluja(Binny)
Co Owner: Mr. Rounak Chhabra

ASANSOL TIGERS
Owner: Mr. Anand N Agarwal
Owner: Mr. Vijay Jain
Co Owner: Mr. C.S.Narayan(Murli)

HEARTLAND DRAGONS
Owner: Mr. Mukesh Agarwalla
Owner: Mr. Manish Kumar Bagaria
Co Owner: Mr. Binit Jain

ASANSOL SHARKS
Owner: Mr. Rahul Agarwal
Owner: Mr. Ashish Patel
Co Owner: Mr. Ritesh Shaw

Leave a Reply