ASANSOLASANSOL-BURNPUR

বিএসএনএলের প্রাক্তন কর্মীর বাড়িতে চুরি

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, আসানসোল :আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর হিরাপুর থানা এলাকায় বিএসএনএলের প্রাক্তন কর্মীর বাড়িতে বৃহস্পতিবার সকালে বাড়ির দরজা খোলা থাকার সুযোগ নিয়ে, বাড়ির মধ্যে চোরের দল ঢুকে লুট করল প্রায় 12 থেকে 13 লক্ষ টাকার নগদ অর্থ ও মূল্যবান অলঙ্কার। ঘটনা প্রসঙ্গে জানাযায় হিরাপুর থানার ইসমাইলে, হোমিওপ্যাথি কলেজ এর কাছে বসবাস করেন রঞ্জিত কুমার কর নামের বিএসএনএলের প্রাক্তন কর্মী, অন্যান্য দিনের মতোই এদিনও ভোর পাঁচটা নাগাদ তিনি বাড়ি থেকে ফুল তুলতে বেরিয়ে যান সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল বাড়ির সামনে থাকা আলমারির মধ্যে নগদ প্রায় সাত-আট লক্ষ টাকা ও সোনার গহনা নিয়ে চম্পট দেয়, বলেই দাবি বাড়ির সদস্য প্রসেনজিৎ করের।

প্রাক্তন বিএসএনএল কর্মীর বাড়িতে এ ধরনের চুরির ঘটনায় হতচকিত হয়ে পড়েছেন বাড়ির সকল সদস্যই। বৃহস্পতিবার এই ঘটনার খবর হিরাপুর থানার পুলিশকে দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমগ্র ঘটনার তদন্ত শুরু করে। সকালে দিনের আলোয় এ ধরনের ঘটনা ঘটে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা, সকলের এখন একটাই দাবী পুলিশ যেন এই ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন।

Leave a Reply