KULTI-BARAKAR

ECL এর ছাপাখানায় আগুন , পুড়ে ছায় বহু নথি

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানা অন্তর্গত সাঁকতড়িয়াতে রাস্ট্রায়েত্ব কয়লা উত্তোলন সংস্থা ECL এর মূখ্য মূখ্য কার্যালয়ে পাসে ECL এর এক পুরনো ছাপাখানায় শুক্রবার সকালে হটাৎ আগুন লেগে যায় বলে খবর । ঘটনার খবর পেয়ে ECL এর আধিকারিকরা পোহাচ্ায় ঘটনাস্থলে এবং ECL এর জলের টেণ্কারের মধ্যেমে আগুন নিভানোর চেস্টা চালায় কিন্ত তাতে সফল না হাওয়ায় খবর দেওয়া হয় আসানসোল দমকল বিভাগকে । খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিনের মধ্যেমে আগুন নিয়ন্ত্রণ করা হয় । দমকল বিভাগের অনুমান যে শর্ট শার্কিটের কারণে আগুন লেগেছে । তবে এই ঘটনার ফলে ECL এর বহু নথি পুড়ে যায় বলে খবর ।

Leave a Reply